ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ট্রাস্টি বোর্ডের ৫৩তম সভা গত ২৫ নভেম্বর ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি জনাব ওয়ালিউল ইসলাম। সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আলতাফুন্নেসা, ডা. আবুল কাসেম চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শিরীন পারভীন হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের এবং অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক মো. আহসানউল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় ৫২তম সভার কার্যবিবরণীর উপর আলোচনা ও অনুমোদন, ১৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট অনুমোদনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত