ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডি-৮ এনপিআরআই সম্মেলন

প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করার আহ্বান

প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করার আহ্বান

ডি-৮ ভুক্ত ৮টি দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে Network of Pioneers for Research and Innovation (D-8 NPRI)-এর তৃতীয় সম্মেলনে বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। নাইজেরিয়ার লরিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ২৪-২৭ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। উল্লেখ্য, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি এবং প্রযুক্তি বিনিময়ের অঙ্গীকার গ্রহণের মধ্য দিয়ে ১৯৯৭ সালে রাষ্ট্র ও সরকার প্রধানদের এক শীর্ষ সম্মেলনে ডি-৮ (Organi“ation for Development Cooperation) গঠন করা হয়। ডি-৮ ভুক্ত দেশসমূহ হলো- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত