ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহ বিসিকে একটি গুদামে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ বিসিকে একটি গুদামে অগ্নিকাণ্ড

ময়মনসিংহের বিসিক শিল্পনগরীর একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটান ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় বিসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির গুদামে আগুন লাগে। সেখানে কীটনাশক তৈরির কাঁচামাল সংরক্ষণ করা হতো। কোম্পানিটির আঞ্চলিক ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, কারখানাটির ভেতরে তাদের কোনো লোক ছিলেন না। সপ্তাহে এক দিন বা মাসে দুই দিন কারখানাটি খুলে কাঁচামাল অন্য কারখানায় নেয়া হতো। কীভাবে সেখানে আগুন লাগল, তা বলা যাচ্ছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত