ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
রাজধানীর ডেমরা মহাসড়কে ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ইমরান শিকদার (২৩) নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা।
