শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় রংপুর টাউন হলসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে নগরীর দমদমা সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম প্রমুখ।
