বরিশালে মহান বিজয় দিবস পালিত

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সৈরাচারী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম বরিশালে এক অন্যরকম বিজয় দিবস পালিত হয়। গতকাল সোমবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপদ্ধনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সূচনা করা হয়। এর পরপরই বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থাপিত শহীদ মুক্তযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাতের প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোশের্দ, বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এ দিকে জেলা ও মহানগর বিএনপির পৃথক র‌্যালি পূর্ব সমাবেশে সকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। পরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি।