রংপুরে মহান বিজয় দিবস উদযাপিত
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। গতকাল সোমবার রংপুর পুলিশ লাইন্সের সামনে ৩১ বার তোপধ্বনির মধ্যমে দিবসের সূচনা করা হয়। রংপুর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় রংপুর সার্কিট হাউসে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধীনতা ছিনিয়ে আনা সম্ভব হয়েছিল। অনেক প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা। মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের জন্যে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘদিন এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করতে পারেনি।
