সিভাসুতে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি ঘোষণা দেন। সিটি মেয়র আরো বলেন, শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে দেশকে নতুন করে মুক্ত করেছে। এখন আমাদেরকে একটি শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে মেয়রকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।