সড়ক পরিবহন আইন সংশোধন চান ট্রাক মালিকরা

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিগত আওয়ামী লীগে সরকারের আমলে করা সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন মালিক সমিতি। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেছে সংগঠনটি। এই আবেদনে সড়ক পরিবহন আইনের ১৫ ধারা সংশোধনের দাবি জানানো হয়েছে। এছাড়া রুট পারমিট, ট্যাক্স টোকেনের জরিমানা সহনশীল পর্যায়ে রাখার দাবিও করেছেন সংগঠনটির নেতারা। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন মালিক সমিতির আবেদনে বলা হয়, সারাদেশে পণ্য পরিবহনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে চার লাখ ট্রাক ও কাভার্ড ভ্যান। কিন্তু সড়ক পরিবহন আইন-২০১৮ এর কঠোরতার কারণে (বিশেষ করে, অধিক হারে জরিমানা) চালক ও হেলপারের সংখ্যা কমে গেছে। এতে চালকের অভাবে বন্ধ রয়েছে লক্ষাধিক গাড়ি। পাশাপাশি সড়ক ও মহাসড়কে বেড়েছে পুলিশের হয়রানি। এটি বেশি হচ্ছে গাজীপুর, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম বন্দর এলাকায়।