ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

প্রেস রিলিজ

গবেষণা ও উদ্ভাবনে মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

গবেষণা ও উদ্ভাবনে মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণে একটি সেল প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত এক কর্মশালায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এ তথ্য জানান। কলা ও সামাজিক বিজ্ঞান গবেষণা শাখার অধীন বিজনেস স্টাডিস উপশাখায় ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রাপ্ত গবেষণা প্রকল্প প্রস্তাব মূল্যায়নে কর্মশালার আয়োজন করে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবন সংরক্ষণের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে। এছাড়া, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক সহায়তা দেয়ার বিষয়টি ইউজিসি’র সক্রিয় বিবেচনায় রয়েছে। গবেষণায় পেটেন্ট লাভে গবেষকদের বিশেষ প্রণোদনা দেয়া হবে। এ সব পদক্ষেপে দেশের বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে এগিয়ে আসবে। সভায় গবেষকরা মানসম্মত গবেষণা ও প্রকাশনায় নজর দেয়া, গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি, প্রকল্পের ডকুমেন্টেশন ব্যয় কমিয়ে আনা, জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলে এমন প্রকল্পে বেশি বিনিয়োগ করা, অ্যাকাডেমিয়া ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতা জোরদার, মানসম্মত প্রকল্প প্রস্তাব তৈরি, যথাযথ রেফারেন্স ব্যবহার, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে সহায়তা প্রদান, গবেষণা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি এবং নতুন জ্ঞান সৃজনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইরিন আক্তার, অ্যাসোসিয়েট অধ্যাপক মমতাজ আক্তার ও আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিষয় সংশ্লিষ্ট সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সেমিনারের সভাপতিত্ব করেন ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত