প্রেস রিলিজ
কোস্ট গার্ডের আভিযানে হুইস্কি ও বিয়ার জব্দ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মধ্যরাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ পোর্টে গ্রান্ডে কর্তৃক চট্টগ্রামের ডিসি পার্ক সংলগ্ন আনন্দ বাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালাকালীন উক্ত এলাকায় একটি লাইফ বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। বোটে অবস্থানরত ২ জন মাদক ব্যবসায়ী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি আনন্দ বাজার বীচে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ৮৩ বোতল হুইস্কি এবং ৪৮ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি আরো বলেন, জব্দকৃত হুইস্কি এবং বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করতে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।