মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধ ও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অধিকতর গবেষণার তাগিদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। গতকাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক র্যালি পূর্ব বক্তব্যে তিনি এমন তাগিদ দেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ক্যান্সারপ্রতিরোধে আরো সচেতন ও উদ্যোগী হতে হবে। ক্যান্সার প্রতিরোধ ও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে হবে। ওরাল ক্যান্সার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য বিশেষ করে তামাক পাতা, জর্দ্দা ও সুপারি পরিহার করার জন্য সর্ব সাধারণের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার তার বক্তব্যে ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।