মোহাম্মদপুরে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২৫

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চালায় মোহাম্মদপুর থানা-পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, ছিনতাইকারী, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।