ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রনি (১৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার একটি মামলায় কারাগারে ছিলেন। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রনিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বেলায়েত জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রনি। তার ডান পায়ে প্লাস্টার করা রয়েছে এবং ক্যাথেটার পরানো রয়েছে।