জামায়াতের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষা এবং মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে গতকাল শুক্রবার রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বাদ জুম্মা স্থানীয় সদর হাসপাতাল মসজিদের সম্মুখ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রংপুর সিটি কর্পোরেশন, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ডহোটেল মোড় হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান।