যাত্রাবাড়ীতে দিনমজুরের লাশ উদ্ধার

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী সিটি মার্কেটের মাছের আড়ত থেকে মো. হাবিব মিয়া (৪৭) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন জানান, আমরা খবর পেয়ে গতরাত দেড়টার দিকে যাত্রাবাড়ী সিটি মার্কেট মৎস্য আড়ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।