দুই নারী মাদককারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজ্বস্ব প্রতিবেদক

রাজ্বধানীর হাতিরঝিল থেকে ১ হাজার ২৪ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত পেশাদার নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিল থানার নূরজাহান টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- মোছা. হালিমা বেগম (৬০) ও মোছা. ইয়াসমিন (২৫)।