কেসিসি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলার শুনানি ৪ মে
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
২০১৮ সালে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর করা মামলার পরবর্তী শুনানি আগামী ৪ মে। ওই দিন বিবাদী পক্ষকে আদালতে হাজির হওয়ার দিন ধার্য করেছেন খুলনা যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: খুরশীদ আলম।
গতকাল বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে মামলার ৬ বিবাদীর কেউই আদালতে হাজির হননি বলে জানিয়েছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা।
তিনি বলেন, সে সময় রাষ্ট্রক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং তাদের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের কর্মীবাহিনী ১৫ মে ভোট শুরুর সঙ্গে সঙ্গে সকল কেন্দ্র দখল করে নিয়ে নৌকা মার্কায় জাল ভোট প্রদান করে। ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ওই দিন দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে নির্বাচন বয়কট করেন। সুদীর্ঘ সময় মামলা চললেও বিবাদীর কেউ আদালতে হাজিরা দেননি।
