ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ আয়োজিত সেমিনার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সেমিনারে বক্তারা বলেছেন, ধর্ম, ঐতিহ্য ও সাংস্কৃতিক কারণে বাংলা ভাষায় আরবী, ফার্সি ও উর্দু শব্দের একটি বিশাল ভান্ডার যুক্ত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১০ হাজার শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, যা সাহিত্যে, প্রশাসনে এবং দৈনন্দিন ভাষাচর্চায় ব্যবহৃত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন-এর বিশ্বকোষ আয়োজিত আরবী প্রতিবর্ণায়ন: প্রেক্ষাপট, প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার বিশেষজ্ঞরা এসব কথা বলেন। তারা আরী বলেন, ত্রয়োদশ শতকে মুসলিম শাসনের প্রভাবে আরবী ও ফার্সি শব্দ বাংলা ভাষায় ঢুকে পড়ে। কিন্তু এসব শব্দের প্রতিবর্ণায়নে কোনো মানিক কাঠামো তৈরি হয়নি।