পৌনে দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজধানীবাসীর স্বস্তির বাহন মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বিকাল ৫টা ১০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়।