বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশ : ১৩ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটে জনভোগান্তির সৃষ্টি হয়। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ভালুকা উপজেলার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই শ্রমিক বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে। এরপর সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পৌনে ২টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন সিকদার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।