আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ইসি কমিটির ২৮তম সভা
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্য-নির্বাহী কমিটির (ইসি) ২৮তম সভা সম্প্রতি রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান। সভায় উপস্থিত ছিলেন ডামণ্ডএর সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার এ.এফ.এম গোলাম শরফুদ্দিন, সদস্য লে. কর্নেল মো. রুহুল আমীন (অব.), সদস্য এহসানুল আজিজ, সদস্য সালাউদ্দীন আহমেদ চৌধুরী, সদস্য মোহাম্মদ ইমরান, সদস্য প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ, সদস্য মো. আব্দুল হাই, সদস্য মোহাম্মদ নুরুল হুদা ডিউক, সদস্য আহমদ আহসানুল মুনির, সাংগঠনিক সম্পাদক মো. আতিক উল্লাহ সিদ্দীক ও আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম।
এ ছাড়াও ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো. মোখলেছুজ্জামান এবং সহ: প্রশাসনিক কর্মকর্তা মিস সাগিনা সাবরিন।
উক্ত সভায় আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের বিভিন্ন মানবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। সভাপতি দুস্থ নারীদের সুইং মেশিন অপারেশন ট্রেনিংসহ নতুন মানবিক কার্যক্রমে সাপোর্ট ফোরামের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সাপোর্ট ফোরামের মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
