শিক্ষার্থীদের সঙ্গে হাইওয়ে পুলিশের কর্মশালা
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি কাম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর দশমাইল হাইওয়ে থানার উদ্যোগে ফতেজংপুর মহাবিদ্যালয় চিরিরবন্দর দিনাজপুরে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘রোড সেফটি এবং সড়ক দুর্ঘটনা’ সংক্রান্তে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
