‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ উদ্বোধন করল বিআরটিসি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করেছে বিআরটিসি। গতকাল বুধবার সকাল ১০টায় মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এসময় এবারের ঈদ যাত্রায় বিআরটিসির সার্বিক প্রস্তুতি ও সেবা সম্পর্কে তুলে ধরেন তিনি। এহছানুল হক বলেন, সারা বাংলাদেশে যাত্রীসেবার জন্য আমাদের বিআরটিসি বাস নিয়োজিত থাকবে। আপনাদের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক।
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, ৬৩০টি বাস আমাদের ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এ সংযোজন করা হয়েছে। ঢাকাসহ সারা দেশের ২৬টি স্থান থেকে আমাদের এই সার্ভিস পরিচালিত হবে। বিশেষ করে ঢাকা শহরের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে অন্যান্য যারা শ্রমজীবী মানুষ আছে তাদের সহজে, স্বল্প খরচে ও নিরাপদে আমরা বাড়ি পৌঁছে দেই এবং বাড়ি থেকে আসার ব্যবস্থা করি।
তিনি বলেন, প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইলফোন নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সম্বলিত স্টিকার লাগানো হয়েছে।
সেইসঙ্গে অতিরিক্ত যাত্রী যাতে কেউ পরিবহন না করতে পারে, অনিয়ম যাতে না হয়, যত্রতত্র যাতে যাত্রী ওঠানামা করা না হয়- এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে চাকলদের তৈরি করা হয়েছে। যাতে করে যাত্রী হয়রানি রোধ করা যায়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি