নারায়ণগঞ্জে অস্ত্রসহ আটক দুই
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৬৭ পিস ইয়াবা, ৩ পুরিয়া হেরোইন, রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরনের ২৭টি ধারালো অস্ত্র। এছাড়াও ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৬৫৫১ টাকা জব্দ করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সাংবাদিকদের জানান, মাদক সন্ত্রাস নির্মূলে চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনী।