দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি
মৃত্যু ২৬
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ২৫৫ জন ও বেসরকারি মাধ্যমে ১১ হাজার ৬২২ জন হজে গেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২ হাজার ৯০৮ জন, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৪ হাজার ৭৫২ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ২১৭ জন।
মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ৩৩টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৮টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৩টি। এ বছর সৌদি আরবে হজে গিয়ে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৬ জন। এর মধ্যে ২৩ জন মহিলা ৩ জন। প্রসঙ্গত, ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট।