গরমে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালানো হবে
জানালেন বিদ্যুৎ উপদেষ্টা
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গরমে বিদ্যুতের চাহিদা পূরণে সরকারের প্রস্তুতি আছে। চাহিদা মেটাতে প্রয়োজনে তেলের বিদ্যুৎকেন্দ্র চালাবো। গতকাল রোববার টানা ১০ দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এবারের ঈদে গ্রামে প্রচুর লোডশেডিং হয়েছে অভিযোগের বিষয় উল্লেখ করলে উপদেষ্টা বলেন, এখন গ্রামে ঘরে ঘরে ফ্রিজ। গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়ছে। ফলে প্যাটার্ন বদলেছে। এটার কারণে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। ঈদের ছুটিতে প্রায় ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের চহিদা ছিল জানিয়ে তিনি বলেন, গ্রামে বিদুৎ পায়নি, এটা ভুল কথা।