বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সোয়া ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। আনোয়ারের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে বাড্ডার আনন্দ নগর এলাকায় থাকতেন। আনোয়ারের স্বজনরা জানান, গত ৮ মে রাত আনুমানিক ১১টার দিকে বাড্ডার ভূঁইয়া বাড়ি টেকপাড়া এলাকায় সন্ত্রাসীরা আনোয়ারকে পথরোধ করে মারধর করে এবং পেটে গুলি করে। নিহতের খালাতো ভাই আব্দুল জব্বার বলেন, আনোয়ার আগে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ওই ব্যবসা বাদ দিয়ে এলাকায় নির্মাণ সামগ্রীর ঠিকাদারি করতেন।