রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে দুইজনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৬ জন গ্রেপ্তার হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে দুইজন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২৪ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় তিনজন ও অন্যান্য অপরাধে ১১ জন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোহাম্মদী সিফাত (২৬) ও তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ তাওহীদ (২০)। সিফাত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার বড় কুঠিপাড়ার মো. সেলিম শেখের ছেলে।