ফের অবস্থান কর্মসূচিতে এনটিআরসিএ ভাইভা রেজাল্ট বঞ্চিতরা

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ভাইভা রেজাল্ট বঞ্চিতরা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এর আগে, গত রোববার একই দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়া হয়। তবে আন্দোলনকারীরা গতকাল আবারও নিজেদের দাবির পক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

এ সময় তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল রোববার পুলিশ আমাদের জানিয়েছিল, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের কথা বলিয়ে দেবে। কিন্তু সেটা তারা করেনি। আজকেও কথা বলানোর কথা ছিল, কিন্তু এখনো তা হয়নি।’ তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে কথা না বলবেন, ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’