বাবাকে পিটিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মো. ইয়াসিন (২২)। নিহতের নাম মো. মাহবুব (৪২)। তিনি কৃষি কাজ করতেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশন্দদী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মো. ইয়াসিন পলাতক রয়েছে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।