আরএমপিতে কনস্টেবলদের ওরিয়েন্টেশন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

আরএমপি পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গতকাল শনিবার সকালে এই কর্মশালার আয়োজন করা হয়। পুলিশ কমিশনার বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ।