প্রেস কাউন্সিলের নতুন সদস্য ড. মো. ফখরুল ইসলাম
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের ২১তম কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম। আগামী ২ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার ইউজিসির প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ায় ড. মো. ফখরুল ইসলাম ইউজিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি দেশের সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলের গৃহীত বিভিন্ন সিদ্বান্ত গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ড. মো. ফখরুল ইসলাম কমিশনের যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
