জুলাইয়ের শহিদদের স্মরণে এনএসইউতে রক্তদান
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব, জুলাই বিপ্লবী যুব সংগঠনের সহযোগিতায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় গতকাল বুধবার ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক হৃদয়স্পর্শী দোয়া পাঠের আয়োজনও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবদুর রব খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
