বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের (ব্রেড) আয়োজনে এবং গ্লোবাল ফান্ড ফর চিল্ড্রেন ইউএস’র সহযোগিতায় সম্প্রতি খুলনার ইডসেপ প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্রেড’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক হোমায়ারা ইয়াসমিন পিয়া। আরও উপস্থিত ছিলেন সিসিএলপি ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ’র সভাপতি কেসি বিশ্বাস, তেজসী নারী উন্নয়ন সংস্থা, খুলনার নির্বাহী পরিচালক ফলিয়া সাধনা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইডসেপ প্রতিবন্ধী স্কুলের প্রিন্সিপ্যাল মাহনুরা রোখসার ইলাসহ বিদ্যালয়ের শিক্ষকরা।