‘শ্রমিকদের ন্যায্য মজুরি ও সেইফটি নিশ্চিত করতে হবে’

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ট্যানারি খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে শক্তিশালী অবদান রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘বিশ্ববাজারে শীর্ষ অবস্থান তৈরি করতে হলে ট্যানারি খাতে আন্তর্জাতিক শ্রমমান অনুসারে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শ্রমমান অনুযায়ী কর্মপরিবেশ গড়ে তুলে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য সুরক্ষা ও সেইফটি নিশ্চিত করতে হবে।’ গত বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প এলাকায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ‘Good Working Conditions in Tanneries’ প্রকল্পের আওতায় আয়োজিত ‘Shaping the Future of Tanneries in Bangladesh’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি