‘জুলাই বিপ্লবে শহিদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন’
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, জুলাই বিপ্লবে শহিদরা এদেশের মানুষকে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকস্বাধীনতা, বৈষম্যরোধ ও দুর্নীতির বিরুদ্ধে যে লক্ষ্য নিয়ে এ বিপ্লব সংগঠিত হয়েছে তার মূল স্পিরিট আমাদের ধারণ করতে হবে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা, দোয়া ও জুলাই আহতকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার মো. আইউব হোসেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
