বিএমইউতে চালু হলো রেডিওথেরাপি সেবার দ্বিতীয় শিফট
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যান্সার রোগীদের জন্য রেডিওথেরাপি সেবার দ্বিতীয় শিফট চালু হয়েছে। বিএমইউর এফ ব্লকের ক্লিনিকেল অনকোলজি বিভাগে সর্বাধুনিক প্রযুক্তিগত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ সেবা চালু হয়েছে। গতকাল এই চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দ্বিতীয় শিফট চলবে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এর আগে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রথম শিফট চালু হয়। প্রথম শিফটে ৪০ থেকে ৪৫ জন রোগীকে রেডিওথেরাপি সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে দ্বিতীয় শিফট চালু হওয়ায় প্রতিদিন আরও ২৫ জন রোগীকে বিশ্বমানের রেডিওথেরাপি সেবা দেওয়া সম্ভব হবে। বিভাগে রয়েছে বিশ্বমানের রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিষ্ট, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) এর সমন্বয়ে গঠিত সুদক্ষ রেডিয়েশন অনকোলজি টিম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
