সাউথইস্ট ইউনিভার্সিটিতে জুলাই স্মরণে আলোচনা সভা
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সাউথইস্ট ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ‘জুলাই স্মরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। গত ১৮ জুলাই ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শহিদ আবু সাঈদ, শহিদ মুগ্ধ, শহিদদের আত্মত্যাগ, আন্দোলনের তাৎপর্য এবং শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা তুলে ধরেন। সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহিদ ফারহান ফাইয়াজের মুনাম্মা খ্যাত মিসেস ফারজানা মুনমুন। বিশেষ বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকরা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
