জলাবদ্ধতায় দুর্ভোগ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল ভোর থেকে কখনও থেমে থেমে আবার কখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে নগরীর নিচু এলাকা কাতাগঞ্জ, ওয়াসা মোড়, জিইসি চকবাজার, ইপিজেড, হালিশহর, আগ্রাবাদ কর্মাস কলেজ সংলগ্ন বেশ কিছু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। জলবদ্ধতার কারণে সড়কে যানবাহনের সংখ্যা কম। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ছবিটি চট্টগ্রামের ওয়াসা মোড় থেকে তোলা হয় * আলোকিত বাংলাদেশ