কুমিল্লায় ভাড়া বাসায় মা-মেয়ের লাশ উদ্ধার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার রামপুর এলাকায় একটি বাড়ির তৃতীয় তলার কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঋণের চাপ সহ্য করতে না পেরে তারা বিষপানে আত্মহত্যা করেছেন। মৃত দুজন হলেন মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং এ দম্পতির মেয়ে মিশু আক্তার (১৪)। জাহেদা স্থানীয় একটি জুতা কারখানায় চাকরি করতেন। মীর হোসেন পেশায় রাজমিস্ত্রি। তাদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামে। বাড়ির মালিক আবুল খায়ের বলেন, ১২ জুলাই ওই দম্পতি বাসা ভাড়া নেন।
