নৌবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি কর্তৃক দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলসমূহ এবং ঢাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের সুচিকিৎসার জন্য গত সোমবার বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে রাজধানীর ভাষানটেকে আয়োজিত ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে। এছাড়াও, চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে কয়েক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নৌবাহিনীর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন চিকিৎসক দলের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি