দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার চার

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কেএন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পল্লবী থানার কালশী মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো- মো. সোহাগ, মো. সজিব, মো. সুমন ও মো. বাবু। র‌্যাব জানায়, অভিযানের সময় ৮-১০ জনের একটি ডাকাত দল পল্লবীর ইসিবি চত্তরগামী যাত্রী ছাউনির নিচে ফাঁকা জায়গায় একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।