‘ঢাবিকে সমাজের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই’
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় কেবল একাডেমিক প্রতিষ্ঠান না হয়ে সমাজের একটি মৌলিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পাক। সে লক্ষ্যে সরকারি নির্ভরতা কমিয়ে, আমাদের নিজস্ব সম্পদ ও সামাজিক সম্পর্ককে কাজে লাগাতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতা ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের অধীনে শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী ও তাজউদ্দিন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের দাতা শারমিন আহমদ। স্মারক বক্তৃতা করেন- বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। সঞ্চালনা করেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
