ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর উদ্ধার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায়কে (৫০) অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এদিকে অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর গতকাল শনিবার ভোর ৫টায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। অপহৃত দুলাল রায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈবরদী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ননী গোপাল রায়।

ডিবি পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাত ৮টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুলাল রায়কে অপহরণ করা হয়। অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি হাইয়েস গাড়িতে তাকে তুলে নিয়ে যায়। এরপর দুলালের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। দুলালের স্ত্রী ঘটনাটি সঙ্গে সঙ্গে আড়াইহাজার থানাকে অবহিত করলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার টিম, ডিবির ওসি খন্দকার জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান শুরু করে। শনিবার ভোর ৫টার দিকে অপহরণের ৯ ঘণ্টা পর রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় দুলাল রায়কে ফেলে রেখে যায় অপহরণকারীরা।