বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সেমিনার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, চিকিৎসকদের সঙ্গে ফার্মাসিউটিকেলস ইন্ডাস্ট্রির সম্পর্ক নৈতিকতার মানদ-ে উন্নীত হওয়া প্রয়োজন। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি অফ লাইফ ইন সিকেডি পেশন্টস : ম্যানেজিং পিউরিটস এন্ড এমবিডি’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে তিনি ‘ইথিক্যাল কনসিডারেশনস ফর এ্যাটেন্ডিং ফার্মাসিউটিক্যাল সেমিনারস’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানির সৌজন্যে আয়োজিত বিভিন্ন সেমিনার, কনফারেন্সসহ বিভিন্ন প্রোগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণ নিয়ে আলোচনার সময় এসেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি