রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, গতকাল রোববার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো. শামীম (৪০), মো. মোসাদ্দেক হোসেন মিঠু (৩২), মো. আবিদ হাসান কাওসার (৩৫), মো. মানিক মিয়া (৪৫) ও মো. আব্দুল খালেক (৬৫)।
