বিএমইউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস, ২০২৫’ পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের সম্মুখযোদ্ধা আহত শিক্ষার্থীরা ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, ডকুমেন্টারি ও বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব কর্তৃক চিত্র প্রদর্শনী, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি