যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের উদ্যোগে সেমিনার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও জেইউএসটি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন : এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারটি প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস ইনিশিয়েটিভ ‘প্রাইমএকাডেমিয়া’-এর অংশ, যা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত ব্যাংকিং সেবা প্রদানের একটি আধুনিক ও কার্যকরী ধারণা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি, সচেতনতা বৃদ্ধি, সুপরিকল্পিত অর্থ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং ও আর্থিক খাতে সম্ভাব্য ক্যারিয়ার সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মোহসীন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের প্রেক্ষাপটে আর্থিক অন্তর্ভুক্তি, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল ‘প্রাইম ইয়ুথ অ্যাকাউন্ট’-তরুণ শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংকের একটি বিশেষায়িত ব্যাংকিং সেবা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তাৎক্ষণিক অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখা হয়, যার মাধ্যমে তারা আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি