স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে ছাত্র-জনতার আল্টিমেটাম
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো

স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। এর মধ্যে তিন দফা দাবি আদায় না হলে সারা দেশে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় বরিশালের নথুল্লাবাদে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা জানায় আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা পোষণ করে আন্দোলনে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এ ছাড়া এনসিপির কয়েকজন নেতাকেও যোগ দিতে দেখা গেছে। এর আগে, টানা ১৪তম দিনের মতো নথুল্লাবাদে আন্দোলন শুরু করেন আন্দোলনকারীরা। তারা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেন। বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের মানুষ। জনদুর্ভোগ কমাতে দুপুরে আন্দোলনকারীদের সড়ক ছাড়তে বলায় একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এরপর আল্টিমেটাম ঘোষণা করে বিকাল সাড়ে ৪টার দিকে সড়ক ছাড়েন তারা। আন্দোলনকারীদের মধ্যে সাব্বির হোসেন নামে একজন বলেন, আমাদের নথুল্লাবাদে বসতে দিতে চায়নি। সেনাবাহিনী পুলিশ আমাদের সঙ্গে ধ্বস্তাধস্তিতে লিপ্ত হয়। তাদের বাধা উপেক্ষা করে আমরা ব্লকেড কর্মসূচি চালু রেখেছি। আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি মেনে না নেওয়া হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। সংগঠক মহিউদ্দিন রনি বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। এ ছাড়া সারা দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোতগত উন্নয়ন দরকার। নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করণ, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন করতে হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আমরা দীর্ঘদিন আন্দোলন করলেও ঊর্ধ্বতনরা কোনো কর্ণপাত করছে না। তাই স্বাস্থ্য উপদেষ্টাকে স্ব-শরীরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে এসে অনিয়ম-দুর্নীতির তদন্ত করে দ্রুত সংস্কারে সুস্পস্ট আশ্বাস দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন সিকদার বলেন, আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছিলেন। তারা আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন।
